ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

না ফেরার দেশে প্রখ্যাত অভিনেত্রী শাঁওলি মিত্র

প্রকাশিত: ১৬:১৯, ১৭ জানুয়ারি ২০২২

না ফেরার দেশে প্রখ্যাত অভিনেত্রী শাঁওলি মিত্র

অনলাইন ডেস্ক ॥ পশ্চিমবঙ্গের মঞ্চ আর সিনেমার প্রখ্যাত অভিনেত্রী শাঁওলি মিত্র হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার দুপুরে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। হিন্দুস্থান টাইমস জানিয়েছে, শরীর ক্রমশ অসুস্থ হতে থাকায় ২০২০ সালেই নিজের শেষ ইচ্ছার কথা লিখে রেখেছিলেন শাঁওলি মিত্র। সেখানে তিনি তার শেষ কাজের ভার দিয়ে যান অভিনেতা সায়ক চক্রবর্তী ও নাট্যকর্মী ও রাজনীতিবিদ অর্পিতা ঘোষের ওপর। শাঁওলির শেষ ইচ্ছা ছিল, মৃত্যুর পর যেন তার মৃতদেহ কাউকে দেখানো না নয়। মৃতদেহের ওপর যেন ফুল না দেয় কেউ। শেষ ইচ্ছা মেনে রবিবার দুপুরে অর্পিতা ঘোষের উপস্থিতিতে সিরিটি মহাশ্মশানে শেষকৃত্য হয় শাঁওলি মিত্রের। দাহ শেষ হলে তারপর তার মৃত্যুর খবর জানানো হয় সবাইকে। ভারতীয় নাট্য জগতের কিংবদন্তি শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের মেয়ে শাঁওলি মিত্রর জন্ম ১৯৪৮ সালে সদ্য স্বাধীন ভারতে। বাবা-মায়ের পথ ধরে মঞ্চে পা রাখেন সেই ছোটবেলায়, পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাটকেই স্নাতোকত্তোর করেন। ১৯৯১ সালে ‘নাথবতী অনাথবৎ’ বইটির জন্য তিনি আনন্দ পুরস্কার পান। ২০০৩ সালে পান সংগীত- নাটক অ্যাকাডেমি পুরস্কার। ২০০৯ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ২০১৩ সালে তাকে বঙ্গ বিভূষণ খেতাব দেয়।
×