
ছবি: জনকণ্ঠ
রাজশাহীর কাটাখালি থেকে অষ্টম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রী কিশোরীকে অপহরণ মামলার আসামি এক যুবককে গ্রেফতার করেছে র্যাব রাজশাহীর সদস্যরা। একই সঙ্গে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার আসামীর নাম বিশাল (২৩)। সে নগরীর কাঠালবাড়িয়া এলাকার মৃত আলমের ছেলে। বুধবার রাজশাহী র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, আত্মীয়ের সুবাদে ওই কিশোরীর বাড়িতে প্রায় যাতায়াত করতো বিশাল। তাকে প্রায় উত্ত্যক্ত করতো বিশাল। সর্বশেষ গত ২৪ জুন স্কুল যাওয়ার পথে আসামি বিশাল ও তার সহযোগী মিলে ওই কিশোরীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক রাখে।
এ ঘটনায় গত ২৬ জুন কিশোরীর পিতা বাদী হয়ে নগরীর কাটাখালি থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশের পাশাপাশি র্যাবও অনুসন্ধান শুরু করে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বিশালকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত ভিকটিমকেও উদ্ধার করে। পরে আসামী ও ভিকটিমকে কাটাখালী থানায় হস্তান্তর করা হয়।
সাব্বির