
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, "যারা ফেসবুক লাল করেছিল, আওয়ামী লীগ তাদের জীবনই লাল করে দেবে।" তার দাবি, দেশের প্রায় চার থেকে পাঁচ কোটি মা আশঙ্কা করছেন— আওয়ামী লীগ আসলে তাদের সন্তানদের হত্যার শিকার হতে হবে। সেই সময় যারা মিছিলে ছিলেন, তারা ভয় পাচ্ছেন— ভিডিও দেখে ধরে ধরে তাদের হত্যা করা হবে।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই অভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
আন্দালিব পার্থ বলেন, "আওয়ামী লীগ মেধা নয়, প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে। তাই তাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।"
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, "খুব শিগগিরই আওয়ামী লীগের কণ্ঠস্বর নরম হয়ে আসবে। তারা বলবে, আন্দোলনকারীরা জঙ্গি— আসুন একসাথে কাজ করি। আমি বলতে চাই, এই ফাঁদে পা দেওয়া যাবে না। আমাদের একজোট হতে হবে একটি লক্ষ্যে— আওয়ামী লীগ যেন আর রাজনীতিতে না আসতে পারে।
তিনি আরও বলেন, “স্পেশাল ক্রিমিনালের জন্য বিশেষ আইন থাকা উচিত। সাধারণ আইন দিয়ে এদের বিচার সম্ভব নয়। তাদের মধ্যে অনুশোচনা নেই, ক্ষমা চাওয়ার তো প্রশ্নই ওঠে না। আজও আওয়ামী লীগের এক নেতা ‘জুলাই অভ্যুত্থান’কে দাঙ্গা বলে মন্তব্য করেছেন।”
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=6sTIfseMm2s
শিহাব