ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মাদারীপুরে ধাওয়া পাল্টাধাওয়া, ভাংচুর ॥ কুমিল্লায় চারজন জেলে

প্রকাশিত: ২২:২৬, ১৭ জানুয়ারি ২০২২

মাদারীপুরে ধাওয়া পাল্টাধাওয়া, ভাংচুর ॥ কুমিল্লায় চারজন জেলে

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে ইউপি নির্বাচনকে ঘিরে সহিংসতা চলছেই। মাদারীপুরে প্রচারকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। এদিকে কুমিল্লায় আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেনসহ ৪ জনকে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণাকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট বাবুল আখতার ও খলিলুর রহমান দর্জির সমর্থকদের মধ্যে মন্টারপুল এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। রবিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উভয়পক্ষ অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় ৪ থেকে ৫টি দোকান, নির্বাচনী ক্যাম্প এবং একটি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে । আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুমিল্লায় নবনির্বাচিত চেয়ারম্যানসহ ৪ জন কারাগারে ॥ এদিকে কুমিল্লার মেঘনা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেনসহ ৪ জনকে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। রবিবার দুপুরে কুমিল্লার আমলী আদালত-৩ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমীন রীমা এ আদেশ দেন। কারাগারে যাওয়া অপর তিনজন হলেন- জসিম মিয়া, সোহাগ মিয়া ও বাদশা মিয়া। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ কর্মকর্তা হেদায়েত হোসেন। আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ নবেম্বর দ্বিতীয় ধাপে মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নে নির্বাচন হয়। এদিন উপজেলার ভল্লবেরকান্দি কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটে।
×