স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিকাশ ব্যবসয়ীর কাছ থেকে প্রতারনা করে ২৩ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় এক প্রতারককে আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে জেলার গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসষ্ট্যান্ডে।
গৌরনদী মডেল থানার এসআই ইমাম হোসেন জানান, আটককৃত প্রতারক লিটন হোসেন বিল্লাল (২৯) বরিশাল মহানগরীর বিমান বন্দর থানার চন্দ্রিপুর গ্রামের ওমর আলী হাওলাদারের ছেলে।
তিনি আরও জানান, রবিবার দুপুরে ভুরঘাটা বাসষ্ট্যান্ডের এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে লিটন নিজেকে বিকাশ অফিসের কর্মী দাবি করে প্রতারনা করে ২৩ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে ওই ব্যবসায়ীর সন্দেহ হলে তারা টরকী বন্দর এলাকা থেকে লিটনকে আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।