ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নীলফামারী সার্কিট হাউজের আধুনিকায় ভবনের উদ্বোধন

প্রকাশিত: ২০:৪৪, ১৫ জানুয়ারি ২০২২

নীলফামারী সার্কিট হাউজের আধুনিকায় ভবনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারী সার্কিট হাউজের সৌন্দর্যবর্ধন, ডিজিটাল কক্ষ ব্যবস্থাপনা ও কনফারেন্স কক্ষ আধুনিকায়ন, প্রধান ফটকের আনুষ্ঠানিভাবে উদ্বোধন করা হয়েছে। আ শনিবার সন্ধ্যায় জেলা সার্কিট হাউজ চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটির উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালরে সিনিয়র সচিব কে এম আল আজম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগ ও বাস্তবায়নে এবং বিদায়ী জেলা প্রশাসক (যুগ্নসচিব) হাফিজুর রহমান চৌধুরী উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সুত্র মতে সার্বিক তত্ত্বাবধানে ৪ কোটি ৬ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে নিমার্ণকাজ সম্পূর্ণ করেন গণপূর্ত বিভাগ। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নীলফামারীর নবাগত জেলা প্রশাসক (উপসচিব) খন্দকার ইয়াসির আরেফীন, বিদায়ী জেলা প্রশাসক (যুগ্নসচিব) হাফিজুর রহমান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ৬ উপজেলার নির্বাহী কর্মকর্তা, সাংবাদিক গণ প্রমুখ।
×