ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাবির সাবেক ভিসির জামাতার বিরুদ্ধে তদন্ত কমিটি

প্রকাশিত: ২৩:৫৪, ১৫ জানুয়ারি ২০২২

রাবির সাবেক ভিসির জামাতার বিরুদ্ধে তদন্ত কমিটি

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবাহানের জামাতা ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের প্রভাষক এটিএম শাহেদ পারভেজের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে চলে যাওয়াসহ বেশ কয়েকটি অভিযোগের প্রেক্ষিতে এই তদন্ত কমিটি করা হয়। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম সাগর। কমিটিতে জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক শহিদুল আলমকে আহ্বায়ক করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এসএম এক্রাম উল্ল্যাহ, ইলেকট্রিক এ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মামুনুর রশীদ তালুকদার, অধ্যাপক আবু বক্কর ইসমাইল ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম সাগর।
×