ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিধিনিষেধ প্রত্যাহার চায় বিএনপি

প্রকাশিত: ২২:৪৪, ১৫ জানুয়ারি ২০২২

বিধিনিষেধ প্রত্যাহার চায় বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। শুক্রবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ দাবি জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এক প্রশ্নের জবাবে নজরুল খান বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে ২২ জানুয়ারি পর্যন্ত বিএনপির পূর্বনির্ধারিত ৩২টি সভা-সমাবেশ নতুনভাবে পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে তা অযৌক্তিক ও অকার্যকর। তারপরও জনস্বার্থ এবং প্রাসঙ্গিক সব কিছু বিবেচনা করে আমাদের সমাবেশগুলোর তারিখ পুনর্নির্ধারণ করার সিদ্ধান্ত হয়েছে। নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে দ্বিতীয় ধাপে দেশের ৪০ জেলায় ৮ জানুয়ারি থেকে সমাবেশ কর্মসূচী পালন শুরু করে বিএনপি। ইতোমধ্যেই ৮ জেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আগে একই দাবিতে ২২ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপে ২৩ জেলায় সমাবেশ কর্মসূচী পালন করা হয়। নজরুল ইসলাম বলেন, সিটি কর্পোরেশ নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ বিভিন্ন নির্বাচন হতে পারে, হাটবাজার, দোকা-পাট, স্কুল-কলেজ খোলা থাকতে পারে কিন্তু রাজনৈতিক দলের কর্মসূচী হতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন, উন্মুক্ত স্থানে করোনা সংক্রমণের সম্ভাবনা কম, বদ্ধ স্থানে বেশি। কিন্তু সরকার বদ্ধ স্থানে অনুষ্ঠান করার অনুমতি দেয়, উন্মুক্ত স্থানে দেয় না।
×