নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের বাহিনী। সুখে-দুঃখে সব সময় দেশের মানুষের পাশে থেকে যে কোন প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগ করতে সর্বদা প্রস্তুত রয়েছে। যে কোন দুর্যোগে আমরা আমাদের সামর্থ্যরে মধ্যে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
মঙ্গলবার দুপুরে সখীপুর উপজেলার বড় চওনা ইউনিয়নের কুতুবপুর ডিগ্রী কলেজ মাঠে সাগরদীঘি অঞ্চলের অসহায় ও দুস্থদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, সারাদেশে আমরা ১ লাখ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা দিয়েছি। পাশাপাশি গবাদিপশুরও চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী।
স্বাধীনতার সুর্বণজয়ন্তী, একইসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীরও সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। এর আগে সেনাপ্রধানের ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেন। এছাড়া স্থানীয় জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদানের জন্য পরিচালিত মেডিক্যাল ক্যাম্পেনের কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান। অনুষ্ঠানে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনসহ সেনাবাহিনীর উর্ধতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাদারীপুরে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প ॥ নিজস্ব সংবাদদাতা জানান, সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে ২৭ আর ই ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় পদ্মা সেতুর পাইনপাড়া চরে মঙ্গলবার সকালে প্রায় ১ হাজার মানুষের মাঝে ফ্রি মেডিক্যাল সেবা, ওষুধ প্রদান ও ৫শ’ পরিবারকে কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল জাহিদ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল কবীর, লে. কর্নেল শহীদুল্লাহ আল মাসুম, ক্যাপ্টেন আবরার, মাজহারসহ সেনা সদস্যরা।