ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় অরেঞ্জ হত্যা মামলার হোতা শূটার রাসেল গ্রেফতার

প্রকাশিত: ২৩:৩২, ১২ জানুয়ারি ২০২২

বগুড়ায় অরেঞ্জ হত্যা মামলার হোতা শূটার রাসেল গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জকে হত্যা মামলার হোতা শূটার রাসেলকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার গভীর রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি শূটার রাসেল। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় ৬টি মামলা রয়েছে। বীণা রানী দাস জানান, বগুড়া জেলার সদর থানার মালগ্রাম এলাকায় আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জেরে কয়েকদিন ধরে স্থানীয় দুটি দলের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া, অস্ত্রের মহড়াসহ উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে গত ২ জানুয়ারি বগুড়া সদর থানাধীন ডাবতলা এলাকায় শূটার রাসেলের নেতৃত্বে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে শূটার রাসেলের পিস্তলের গুলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জ বাম চোখের পাশে দুটি গুলিবিদ্ধ হন। এই ঘটনায় মনহাজ শেখ আপেলের পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয় ও বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক লীগের কর্মী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে নাজমুল হাসান অরেঞ্জের মৃত্যু হয়। এ ঘটনায় দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৩ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়ার চাঞ্চল্যকর স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জ হত্যা মামলার প্রধান আসামি শূটার রাসেল রাজধানীর বনানী থানা এলাকায় অবস্থান করছে।
×