ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

১২ কোম্পানির বিক্রেতা শূন্যের দিনে সূচক বাড়ল

প্রকাশিত: ২৩:৫৭, ১১ জানুয়ারি ২০২২

১২ কোম্পানির বিক্রেতা শূন্যের দিনে সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দরপতনের পর একদিন পরেই সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। ফারইস্ট ইসলামী লাইফের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে জীবন বীমা খাতটি। এছাড়া গত কয়েকদিন ধরে ট্রেডিং শেয়ারের বেশির ভাগের দর বেড়েছে। এর মধ্যে ১২টি কোম্পানির বিক্রেতা শূন্য অবস্থায় লেনদেন হয়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সূচক ও লেনদেনের পাশাপাশি দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এর মধ্যে প্রায় এক ডজন কোম্পানির শেয়ার দিনের দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে। এমনকি একপর্যায়ে এই কোম্পানিগুলোর শেয়ারের বিক্রেতাও উধাও হয়ে যায়। গত কয়েকদিনের ধারাবাহিকতায় শুরুতেই চমক দেখায় ফারইস্ট ইসলামী লাইফ। ফারইস্টের মতোই পপুলার লাইফ ইন্স্যুরেন্স, রংপুর ফাউন্ড্রি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইনফরমেশন সার্ভিসেস, বসুন্ধরা পেপার, কপারটেক, ইস্টার্ন হাউজিং, একমি পেস্টিসাইড, পাওয়ার গ্রিড ও তিতাস গ্যাসের বিক্রেতা শূন্য হয়ে যায়। প্রতিষ্ঠানগুলোর লেনদেন শুরুর অল্প কয়েক মিনিটের মধ্যে সর্বোচ্চ সীমায় পৌঁছে যায় এবং লেনদেনের শেষ পর্যন্ত তা অব্যাহত থাকে।
×