ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাথর আমদানি বন্ধ

প্রকাশিত: ২৩:৪১, ১১ জানুয়ারি ২০২২

পাথর আমদানি বন্ধ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট তামাবিল স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রয়েছে। অটো এসএমএস পদ্ধতিতে পাথর আমদানির সরকারী সিদ্ধান্তের পর গত শুক্রবার থেকে অতিরিক্ত সময় ব্যয় এবং লোকসানের আশঙ্কায় আমদানি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। প্রতিদিন এই স্থলপথ বন্দর দিয়ে ৭/৮শ’ ট্রাক পাথর আমদানি হতো। পাথর আমদানি বন্ধ থাকায় প্রতিদিন সরকার প্রায় ৫০ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। পাথর আমদানিকারকদের অভিযোগ, তামাবিল স্থল বন্দরের বাংলাদেশ ও ভারত দুই পাশে ম্যানুয়াল পদ্ধতিতে ফিতা দিয়ে মেপে পাথর আমদানি করা হয়। গত শুক্রবার থেকে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শে বাংলাদেশ স্থলবন্দরে অটো এসএমএস সফটওয়্যার চালু করা হয়।
×