ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দেশে করোনা শনাক্তের হার বাড়ছে দ্রুত গতিতে

প্রকাশিত: ২২:৫০, ১০ জানুয়ারি ২০২২

দেশে করোনা শনাক্তের হার বাড়ছে দ্রুত গতিতে

স্টাফ রিপোর্টার ॥ দেশে করোনায় নতুন রোগী শনাক্তের সংখ্যা ও নমুনার বিপরীতে শনাক্তের হার বাড়ছে দ্রুত গতিতে। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৫শ’ ছুঁইছুঁই। গত এক সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় করোনা শনাক্ত বেড়েছে ১১৫ শতাংশ। অর্থাৎ নতুন করে আছড়ে পড়ছে করোনার ঢেউ। স্বাস্থ্যবিধি পালনে শিথিলতা মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবার রাজধানীকেন্দ্রিক সংক্রমণের হার বেশি। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৯১ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭৮ শতাংশে। অথচ বছরের প্রথম দিন করোনা শনাক্তের হার তিন শতাংশের নিচে অবস্থান করছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কোন দেশের করোনা সংক্রমণের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে মনে করা হয়ে থাকে। সেই হিসেবে কিছুদিন আগে নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে শনাক্তের হার বৃদ্ধি উদ্বেগজনক। বর্তমানে করোনায় মৃত্যুর হার নিয়ন্ত্রণে থাকলেও এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১০২ জনের মৃত্যু হয়েছে, শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৯০৫ জনে। রবিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। শনিবার দেশে করোনায় ১ জনের মৃত্যু হয়। এ সময়ে নতুন করে শনাক্ত হন ১ হাজার ১১৬ জন। এদিন শনাক্তের হার ছিল ৫ দশমিক ৭৯ শতাংশ।
×