ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এপিএ মূল্যায়ন ॥ তৃতীয় স্থান অর্জন করেছে কুয়েট

প্রকাশিত: ২৩:৫৬, ৭ ডিসেম্বর ২০২১

এপিএ মূল্যায়ন ॥ তৃতীয় স্থান অর্জন করেছে কুয়েট

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে দেশের ৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম। কুয়েটের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতাধীন বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ৯২.১৫ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে এই বিশ্ববিদ্যালয়টি। রবিবার ইউজিসির পাঠানো মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন মূল্যায়নে প্রথম হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বশেফমুবিপ্রবি বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে দেশের ৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চতুর্থ হয়েছে জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি)। ২০২০-২১ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতাধীন বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ৮৭.৭ নম্বর পেয়ে চতুর্থ স্থান অর্জন করেছে বঙ্গামাতা বিশ্ববিদ্যালয়। ইউজিসির পাঠানো মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।-বিজ্ঞপ্তি ষষ্ঠ সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ হয়েছে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। ২০২০-২১ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতাধীন বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে ৮১.৫ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অর্জন করেছে এই বিশ্ববিদ্যালয়টি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
×