ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাটোরে ট্রেন-ট্রাক সংঘর্ষ ॥ ৫ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ১২:০২, ৬ ডিসেম্বর ২০২১

নাটোরে ট্রেন-ট্রাক সংঘর্ষ ॥ ৫ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ৫ ঘন্টা পর ঢাকার সাথে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এই ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। সোমবার দিবাগত রাত ৩টার দিকে নাটোর শহরের তেবাড়িয়া রেলগেট এলাকায় এই দূর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘসময় উদ্ধারাভিযান চালানোর পরে সকাল ৮.৪৫ মি: দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। নাটোর রেল ষ্টেশনের ষ্টেশন মাষ্টার অশোক চক্রবর্তী জানান, রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বিরতিহীন আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নাটোর শহরের তেবাড়িয়া রেলগেট অতিক্রম করছিল। কিন্তু এর ঠিক এক মিনিট পূর্বে একটি মিনি ট্রাক ব্যারিয়ার ভেঙ্গে দ্রুত গতিতে রেলগেট অতিক্রম করার সময় রেল লাইনের উপর ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় ট্রেনটি ওই মিনি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় ৪’শ গজ দুরে বিসিআইসি সার গোডাউনের পাশে নিয়ে যায়। এতে দুমড়ে মুচড়ে যায় মিনি ট্রাকটি। তবে সংঘর্ষের আগেই মিনি ট্রাকের চালক ও হেলপার ট্রাক থেকে লাফ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পরই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের কর্মীরা। দীর্ঘ ৫ ঘন্টা উদ্ধারাভিযানের পর ঢাকার সাথে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়। এই ঘটনায় নাটোরসহ বিভিন্ন ষ্টেশনে অন্তত ৫টি আন্তঃনগর ট্রেন আটকা পড়ে।
×