ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বই বিতরণ

প্রকাশিত: ০১:৫৪, ৫ ডিসেম্বর ২০২১

বই বিতরণ

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ‘স্বাধীনতা পরবর্তী আমাদের মাথাপিছু আয় ছিল ৮০ ডলার। বর্তমানে তা আড়াই হাজার ডলার ছাড়িয়ে গেলেও দারিদ্র্য কাটেনি। অনেকেই এখনও তিন বেলা খেতে পাচ্ছে না। অনেক শিক্ষার্থীও নীরবে নিভৃত্বে খেয়ে, না খেয়ে দিন পার করছে। এই দারিদ্র্যই মানবসম্পদ উন্নয়নে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।’ শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের গগন হরকরা গ্যালারিতে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) জিনিয়াস স্কলারশিপ প্রোগ্রামের আয়োজিত সক্ষমতা তৈরি বিষয়ক সভা ও বই বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হরিণ উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ হরিণ শিকারীদের কাছ থেকে ক্রেতা সেজে মায়া প্রজাতির মা হরিণ ও একটি শাবক উদ্ধার করেছে কক্সবাজার উত্তর বন বিভাগ। শুক্রবার বাঘখালী রেঞ্জের বাঘখালী বিটের উখিয়ারঘোনা নাপিতেরঘোনা গ্রামের রহমত উল্লাহ চৌধুরীর খামার থেকে হরিণ দুটি উদ্ধার করা হয়। কয়েকদিন আগে হরিণ দুটি গভীর জঙ্গল থেকে জাল দিয়ে ধরা হয়। বন বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে হরিণ দুটি কোথায় আছে তা নিশ্চিত হয়ে রাতে অভিযান পরিচালনা করে। বাঘখালী বিট কর্মকর্তা রবিউল ইসলাম, সেভ দ্যা ন্যাচার বাংলাদেশের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও রামু থানার সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন বাঘখালী রেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান।
×