ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশিত: ১৪:০৭, ৪ ডিসেম্বর ২০২১

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর ॥ শরীয়তপুরে মজিদ জরিনা ফাউন্ডেশনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধাসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ফুল, উত্তোরিয়া ও ক্যাপ পরিয়ে বরণ করে নেয়া হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কলেজ বার্ষিকী বিশেষ সংখ্যা ‘শতাব্দীর মহানায়ক বঙ্গবন্ধু’ শিরোনামে আলোকচ্ছটার মোড়ক উন্মাচন করা হয়। মজিদ জরিনা ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি, সাবেক আইজিপি এ একে এম শহীদুল হকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হক প্রমুখ। এসময় জেলার বরণ্যে মুক্তিযোদ্ধাগণ তাদের যুদ্ধকালীন স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনালের প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুলতান মাহমুদ সীমন, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদউজ্জামান, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফরিদ আল হোসাইন, ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ট্রাস্টি বোর্ড সদস্য হাজী নুরুল হক বেপারী প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি সাবেক আইজিপি ও মজিদ জরিনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা একেএম শহীদুল হক অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ক্রেস্ট ও সৌজন্য পুরস্কার তুলে দেন।
×