ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাজধানীর পল্টনে গুলি ভর্তি বিদেশী পিস্তলসহ দু’জন গ্রেফতার

প্রকাশিত: ১৯:৪২, ৩ ডিসেম্বর ২০২১

রাজধানীর পল্টনে গুলি ভর্তি বিদেশী পিস্তলসহ দু’জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পল্টন থেকে মোঃ মেহেদী আলম (৪২) ও মোঃ যুবরাজ খান (৩২) নামে দুইজনকে গ্রেফতার করে। এ সময় তাদের বাসা ও দেহ তল্লাশী করে দুই রাউন্ড গুলিভর্তি বিদেশী পিস্তল , ১ টি ম্যাগাজিন , ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট , চাইনিজ কুড়াল , চাপাতি, ৫ টি ছুরি , সুইজ গিয়ার চাকু , ২ টি প্লাস , ৬ টি কাচি , ভূ -ডাইভার , ৪ টি এন্টিকাটার , হাতুড়ি , ২ টি পাসপোর্ট ১০ টি নকল সীল , ১৪ টি চাঁদা আদায়ের রশিদ বই এবং ২ টি প্রেস আইডি কার্ড জব্দ করা হয়। তার বিরুদ্ধে রাজধানী বিভিন্ন থানায় সন্ত্রাসী কার্যাকলাপের অভিযোগে ৫টি মামলা রয়েছে। শুক্রবার বিকালে লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এসব তথ্য জানান। তিনি জানান, গ্রেফতারকৃত মেহেদী পল্টন, মতিঝিল , শাহজাহানপুর ও তার আশপাশ এলাকায় ত্রাস। তার বিরুদ্ধে ছিনতাই, চাদাঁবাজি, মাদক, টেন্ডারবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার ভোররাতে র্যাব-৩ এর একটি দল রাজধানীর পল্টন এলাকার একটি বাসা থেকে অবৈধ অস্ত্রধারী এই শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র্যাবকে জানায়, তারা দীর্ঘদিন পল্টন , মতিঝিল, শাহজাহানপুর ও তার আশপাশ এলাকায় আধিপত্য বিস্তার , মাদক ব্যবসা নিয়ন্ত্রণ , চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল। এসব কাজে তারা অবৈধ অস্ত্র ব্যবহার করে আতংক ছড়িয়েছে। র্যাব জানায়, মেহেদী মিথিলা এন্টারপ্রাইজের নামে পল্টন এলাকায় মোটরসাইকেল পার্কিং এর জন্য চাঁদা আদায় করত। তার কাছে ২ টি প্রেস আইডি কার্ড পাওয়া যায়। যা সে সাধারণ জনগণকে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করার জন্য ব্যবহার করত।
×