ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

প্রকাশিত: ২৩:৫৫, ২ ডিসেম্বর ২০২১

তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

পাকিস্তান ও জাপানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে হকি দল স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির মূলপর্বের আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এশিয়ান হকির দুই শক্তিশালী দল জাপান ও পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রস্তুতি সারবেন জিমিরা। আগামী ১৪-২২ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট। ভেন্যু ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়াম। এবারের আসরে স্বাগতিক বাংলাদেশসহ অংশ নেবে এশিয়ান হকির র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচ দল যথাক্রমে ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও পাকিস্তান। এবারের আসর রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে সন্ধ্যা ৬টায় র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। মূলপর্বের আগে নিজেদের অবস্থান বুঝতে খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষ হিসেবে থাকবে জাপান ও পাকিস্তান, গণমাধ্যমকে জানিয়েছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।
×