ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দুই মটরসাইকেল অরোহী নিহত

প্রকাশিত: ১২:৩৬, ১ ডিসেম্বর ২০২১

বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দুই মটরসাইকেল অরোহী নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস॥ বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়ার শেরপুর উপজেলায় মঙ্গলবার রাতে ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী কলেজ ছাত্রসহ দুই যুবক নিহত হয়েছেন। এরা হলেন- শেরপুর সামিট স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আদনান নাহিদ(১৯) ও তার বন্ধু সম্পদ কুমার(১৯)। তাদের বাড়ি উপজেলার মীর্জাপুর ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। হাইওয়ে পুলিশ জানায়,ওই দুই যুবক শেরপুর উপজেলা সদর থেকে রাত সাড়ে ৮ টার দিকে মটরসাইকেলে বাড়ি ফিরছিলো। পথে মীর্জাপুর এলাকায় পাথরবাহী একটি ট্রাক মটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ট্রাকের সঙ্গে মটরসাইকেলটি আটকে গেলে ট্রাকটি মটসাইকেলকে টেনে নিয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই দুই যুবক মারা যান। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক ইনচার্জ বানিউল আনাম জানান, ঘটনার পর পরেই তার ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করেন। মটরসাইকেলটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দুরে পাওয়া যায়। পরে সিরাজগঞ্জের চান্দাইকোনা এলাকা থেকে হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক ও হেলপাকে পাওয়া যায়নি বলে পুলিশ জানায়। এব্যপারে মামলা দায়ের হয়েছে।
×