ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যৌন সুখ ব্যথা কমিয়ে দেয়

প্রকাশিত: ০০:০১, ৩০ নভেম্বর ২০২১

যৌন সুখ ব্যথা কমিয়ে দেয়

যৌন সুখের আনন্দ মানব মনের ওপর অনেক প্রভাব। আবার শরীরের ওপরও কম না। যৌন সুখকে বলা হয় ‘অলৌকিক অরোগ্য’। যা আমাদের স্বাস্থ্যবান ও চৌকস রাখে। ব্রেনের ভেতর কেমিক্যাল যেমন ডোপামিন, এন্ডোরফিন এবং সেরোটনিন নিঃসরণ বেড়ে যায় ফলে তা আমাদের সুখি, উত্তাপময় করে এবং ঘুম ঘুম ভাব নেমে আসে, শিথিল হয় শরীর, গবেষণায় বলছে ব্রাউন ভার্সিটি হেলথ প্রমোশন বিভাগ যখন এই কেমিক্যালগুলো রক্তে নিঃসরণ হয় যৌন সুখের সময় তখন আমাদের শরীরে আনন্দের জোয়ার বহে এবং ব্যথার অনুভূতি কমে যায়। যৌন সুখ আমাদের শরীরের ব্যথার অনুভূতিকে আটকিয়ে দেয়। সুতরাং সচারচর আমাদের শারীরিক ব্যথা ও মাথা ব্যথার মতো বিষয়ে অ্যাসপিরিনের শরনাপন্ন না হয়ে যৌন সুখের শরনাপন্ন হয় না কেন! মাথা ব্যথা : ২০১৩ সালে ‘কেফালাজিয়া’ জার্নালে প্রকাশিত হয় মিগ্রেন বা স্টেনশনজনিত মাথা যন্ত্রণার মোক্ষম উপায় হলো যৌন সুখ। সুতরাং, পরবর্তীতে ওষুধের পাত্রের দিকে ধাবিত না হয়ে প্রেমময় যৌন সুখের দিকে ধাবিত হওয়ায় শ্রেয়।
×