ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

গুলশানে আবাসিক ভবনে আগুন

প্রকাশিত: ২২:২০, ৩০ নভেম্বর ২০২১

গুলশানে আবাসিক ভবনে আগুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশান ১ নম্বরে একটি আবাসিক ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল ৪টার দিকে ‘প্রগরেস কহিনুর’ ভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ভবনের বাসিন্দারা জানান, বিকেল ৪টার দিকে ৯ তলা ভবনের লোকজনের চিৎকার শুনতে পান তারা। নিচ তলার অনেক বাসিন্দা ওপরে ওঠেন, আবার অনেকে নিচে খালি জায়গায় এসে দেখেন ৯ তলা থেকে ধোঁয়া উড়ছে। ১০ তলায়ও ধোঁয়া উড়তে দেখতে পান তারা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবুল বাশার জানান, ১২ তলা ভবনের ৯ ও ১০ তলায় আগুনের ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকা-ের সূত্রপাত।
×