ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

নাটোরের ১৫ ইউপিতে নৌকা ৫, বিএনপি(স্বতন্ত্র) ৪ এবং বিদ্রোহী প্রার্থী ৬টিতে জয়ী

প্রকাশিত: ১২:৩৪, ২৯ নভেম্বর ২০২১

নাটোরের ১৫ ইউপিতে নৌকা ৫, বিএনপি(স্বতন্ত্র) ৪ এবং বিদ্রোহী প্রার্থী ৬টিতে জয়ী

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরের লালপুর এবং বাগাতিপাড়া উপজেলার ১৫টি ইউনিয়নে নৌকা ৫টি, আওয়ামী লীগ বিদ্রোহী ৬টি এবং বিএনপি (স্বতন্ত্র) ৪টিতে বিজয়ী হয়েছে। বাগাতিপাড়া উপজেলার ৫টি ইউনিয়নে দুটি নৌকা, দুটি বিএনপি এবং একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছে। এর মধ্যে ফাগুয়ারদিয়ার ইউপিতে এসএম লেলিন (বিএনপি), বাগাতিপাড়া সদরে মজিবর রহমান (নৌকা), দয়ারামপুরে মাহাবুব ইসলাম মিঠু (নৌকা), পাঁকা ইউপিতে নয়েজ মাহমুদ (বিদ্রোহী), জামনগরে গোলাম রাব্বানী (বিএনপি) লালপুর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৩টিতে নৌকা, দুটিতে বিএনপি (স্বতন্ত্র) এবং ৫ টি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছে। এর মধ্যে লালপুর ইউনিয়নে আবু বক্কর সিদ্দিক পলাশ (নৌকা), ঈশ্বরদী ইউপিতে আব্দুল আজিজ রঞ্জু (বিএনপি), চংধুপইলে রেজাউল করিম রেজা (নৌকা), আড়বাব ইউপিতে মখলেছুর রহমান (বিদ্রোহী), ওয়ালিয়ায় নূরে আলম সিদ্দিক (বিদ্রোহী), এবি ইউনিয়ন গোলাম মোস্তফা আসলাম (বিদ্রোহী), বিলমাড়িয়া ইউপিতে সিদ্দিক আলী মিষ্টু (বিএনপি), দুড়দড়িয়া ইউপিতে তোফাজ্জল হোসেন (বিদ্রোহী), কদিমচিলান ইউপিতে আনসারুল ইসলাম (বিদ্রোহী) এবং দুয়ারিয়া ইউপিতে নুরুল ইসলাম লাভলু (নৌকা)।
×