ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনায় নির্বাচনি সহিংসতায় একজন নিহত

প্রকাশিত: ১৬:০১, ২৮ নভেম্বর ২০২১

খুলনায় নির্বাচনি সহিংসতায় একজন নিহত

ষ্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার নির্বাচনি সহিংসতায় একজন নিহত হয়েছেন। মৃত ব্যক্তি তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের কোলাপাটগাতি গ্রামের বাবুল শিকদার (৩৮)। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানায়, বাবুল শিকদার মধুপুর ইউনিয়নের সদস্য (মেম্বার) প্রার্থী রিপন শেখের সমর্থক ছিলেন। আবার কেউ কেউ বলেন, বাবুল আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মহসিনের সমর্থক ছিলেন। নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সমর্থকরা শনিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে হাতুড়িসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রবিবার (২৮ নবেম্বর) ভোরে ঢাকায় নেয়ার সময় ৬টা ১৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে তেরখাদায় আজ (রবিবার) ভোট গ্রহণ চলছে। তেরখাদা থানার ওসি জহুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পর থেকে হামলার সঙ্গে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
×