ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্টকে নতুন অ্যাপ আনতে নিষেধ করেছে চীন সরকার

প্রকাশিত: ১৯:৫৯, ২৬ নভেম্বর ২০২১

প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্টকে নতুন অ্যাপ আনতে নিষেধ করেছে চীন সরকার

অনলাইন ডেস্ক ॥ চীনের শীর্ষস্থানীয় একটি প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্টকে নতুন কোনও অ্যাপ উন্মুক্ত করতে নিষেধ করেছে দেশটির সরকার। বাজারে থাকা অ্যাপগুলোর জন্য সফটওয়্যার আপডেট উন্মুক্ত করা থেকেও প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে বিরত থাকতে বলেছে চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। টেনসেন্টের উপর চীন সরকারের হঠাৎেএ নিষেধাজ্ঞার খবর নিশ্চিত করেছে বার্তাসংস্থা বিবিসি। বিবিসি'র প্রতিবেদন বলছে, ‘‘প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড নতুন নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কী না, সেই বিষয়টি খতিয়ে দেখছেন নীতি নির্ধারকরা।’’ তবে, বাজারে প্রচলিত টেনসেন্ট অ্যাপগুলো ডাউনলোডের উপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি কর্তৃপক্ষ। তবে, নতুন অ্যাপ ও আপডেট বাজারজাতকরণের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা চলতি বছরের শেষ পর্যন্ত জারি থাকতে পারে। এ প্রসঙ্গে এক বিবৃতিতে টেনসেন্ট বলেছে, “আমাদের অ্যাপের মধ্যে নিরাপত্তা ফিচার উন্নয়নে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। নীতিমালা অনুবর্তিতা নিশ্চিত করতে যথাযথ সরকারি সংস্থাকেও নিয়মিত সহযোগিতা করছি আমরা। আমাদের অ্যাপগুলো কার্যকর আছে এবং ডাউনলোড করা যাচ্ছে।”
×