ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যানজট

প্রকাশিত: ০১:৩২, ২৬ নভেম্বর ২০২১

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যানজট

স্টাফ রিপোর্টার ॥ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আবারও রাজধানীর মিরপুরের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টায় শ্রমিকরা মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকে। এতে যানজটের সৃষ্টি হয়। পরে মিরপুর ১৩, ১৪ ও কচুক্ষেত এলাকার পোশাক কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় বেলা ১১টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মাহবুবুর রহমান জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পাঁচ শ্রমিককে মালিকপক্ষের মারধরের প্রতিবাদ ও বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করে। এর আগে বুধবার সকাল ৯টা থেকে ৫ ঘণ্টা সড়ক অবরোধ করে রেখেছিলেন পোশাক শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তারা।
×