ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইতালিতে অ্যামাজন-অ্যাপলকে ২০ কোটি ইউরো জরিমানা

প্রকাশিত: ১৬:০৮, ২৩ নভেম্বর ২০২১

ইতালিতে অ্যামাজন-অ্যাপলকে ২০ কোটি ইউরো জরিমানা

অনলাইন ডেস্ক ॥ অ্যামাজন ও অ্যাপলকে ২০ কোটি ইউরোর বেশি জরিমানা করেছে ইতালির অ্যান্ট্রিটাস্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। অ্যাপল ও বিটস পণ্য বিক্রির ক্ষেত্রে দুই প্রতিষ্ঠান প্রতিযোগিতাবিমুখ সহযোগিতায় অংশ নিয়েছে-- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে জরিমানা করা হয়েছে উভয় প্রতিষ্ঠানকে। ইতালির নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এ বিষয়ে মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে বলেছে, ২০১৮ সালের ৩১ অক্টোবরের এক সমঝোতা চুক্তির অধীনে ইতালিতে অ্যাপল ও বিটস পণ্যের অফিশিয়াল ও আনঅফিশিয়াল বিক্রেতাদের ইতালীয় অ্যামাজন সাইট ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ফলে ওই পণ্যগুলোর বিক্রির অনুমতি বৈষম্যমূলকভাবে কেবল অ্যামাজন এবং নির্ধারিত পক্ষ পায়। রয়টার্স জানিয়েছে, ইতালির বাজার নিয়ন্ত্রক সংস্থা বলছে দুই প্রতিষ্ঠানের সমঝোতা চুক্তি ইউরোপিয়ান ইউনিয়নের নীতির পরিপন্থী। ওই ঘটনায় ছয় কোটি ৮৭ লাখ ইউরো জরিমানা করা হয়েছে অ্যামাজনকে। অ্যাপলকে জরিমানা করা হয়েছে ১৩ কোটি ৪৫ লাখ ইউরো। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানকে বেআইনি নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে বলেছে বাজার নিয়ন্ত্রক সংস্থাটি। তাৎক্ষণিকভাবে অ্যাপল বা অ্যামাজন, কোনো প্রতিষ্ঠানেরই মন্তব্য জানতে পারেনি রয়টার্স।
×