ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মজুরি ছাড়া দিনে প্রায় ৬ ঘণ্টা কাজ করেন নারীরা

প্রকাশিত: ২১:১৮, ২১ নভেম্বর ২০২১

মজুরি ছাড়া দিনে প্রায় ৬ ঘণ্টা কাজ করেন নারীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রাপ্ত বয়স্ক নারীরা প্রতিদিন গড়ে প্রায় ৬ ঘণ্টা মজুরি ছাড়া গৃহস্থালির কাজ করেন। অন্যদিকে পুরুষরা বয়সভেদে গড়ে দৈনিক দেড় থেকে দুই ঘণ্টা এ কাজ করেন। অর্থাৎ নারীরা পুরুষের চেয়ে অন্তত তিনগুণ বেশি শ্রম দেন। শনিবার সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত এক ওয়েবিনারের মূল প্রবন্ধে এ কথা বলা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সানেমের গবেষণা পরিচালক অধ্যাপক সায়েমা হক। বাসাবাড়িতে রান্নাবান্না, গৃহস্থালির কাজ, বাজার সদাই করা, সন্তানদের যতœ সব কাজ করে থাকেন নারীরা। কিন্তু তাঁরা মজুরি পান না। এগুলো নারীর অদৃশ্য শ্রম। মূল প্রবন্ধে আরও বলা হয়, দেশের ১৫ থেকে ২৯ বছর বয়সী নারী দৈনিক ৫ দশমিক ৯৩ ঘণ্টা মজুরিবিহীন গৃহস্থালি কাজ করেন। অন্যদিকে একই বয়সী পুরুষ গড়ে ১ দশমিক ৪৯ ঘণ্টা কাজ করেন। ৩০ থেকে ৬০ বছর বয়সী নারীরা মজুরিহীন অদৃশ্য কাজ করেন ৫ দশমিক ৮৭ ঘণ্টা। একই বয়সী পুরুষরা করেন মাত্র ১ দশমিক ৮৭ ঘণ্টা। সরকারী বিভিন্ন তথ্য–উপাত্ত ব্যবহার করে এই চিত্র পাওয়া গেছে।
×