ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বঙ্গমাতা ভার্সিটি কেন্দ্রে পা দিয়ে লিখে পরীক্ষা দিলেন অদম্য সুরাইয়া

প্রকাশিত: ০০:০৩, ২৭ অক্টোবর ২০২১

বঙ্গমাতা ভার্সিটি কেন্দ্রে পা দিয়ে লিখে পরীক্ষা দিলেন অদম্য সুরাইয়া

সমন্বিত গুচ্ছপদ্ধতিতে দেশের ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবি প্রবি) কেন্দ্রে গত ২৪ অক্টোবর রবিবার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন বিশেষভাবে সক্ষম অদম্য সুরাইয়া জাহান। সুরাইয়ার ভাষা অস্পষ্ট, ইশারায় ভাববিনিময় করতে হয় বলে জানালেন তার মা মুর্শেদা ছফির। তিনি জানান, হাত অকেজো থাকায় পা দিয়ে লিখে ‘বি’ ইউনিটের পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের এ্যাকাডেমিক ভবনের ২৮ নম্বর কক্ষে মাদুরে বসে পরীক্ষা দেন অদম্য সুরাইয়া। এই কক্ষে ভর্তিচ্ছু পরীক্ষার্থী ছিলেন ৩০ জন। সুরাইয়া শেরপুর মডেল গার্লস কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৪ পেয়েছেন। এসএসসি পরীক্ষায় পেয়েছিলেন জিপিএ-৪.১১। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বশেফমুবি প্রবির ওয়েবসাইট (িি.িনংভসং ঃঁ.ধপ.নফ) ও ফেসবুক পেজে (িি.িমংঃধফসরংংরড়হ.ধপ.নফ) পাওয়া যাচ্ছে। -বিজ্ঞপ্তি
×