ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চবির ভর্তি পরীক্ষা শুরু আজ ॥ থাকছে বিশেষ ট্রেন

প্রকাশিত: ২৩:৩২, ২৭ অক্টোবর ২০২১

চবির ভর্তি পরীক্ষা শুরু আজ ॥ থাকছে বিশেষ ট্রেন

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ১মবর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে ৪টি ইউনিট ও ২টি উপ-ইউনিটের এ পরীক্ষা। চলবে ৫ নবেম্বর পর্যন্ত। ২৭ ও ২৮ অক্টোবর ‘বি’ ইউনিট, ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং ১ ও ২ নবেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৫ নবেম্বর ‘বি-১’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ ‘বি’ ইউনিটের পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪২৬৬৭ জন। সবগুলো ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করবে মোট ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৭ জন শিক্ষার্থী। এরইমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় সকাল-দুপুর দুই পর্বে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেনের যাতায়াত বাড়ানো হবে কয়েকগুণ। ঢাবি ‘চ’ ইউনিটের অঙ্কন পরীক্ষা ॥ বিশ্ববিদ্যালয় রিপোর্টার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিট এর অধীনে ১ম বর্ষ বিএফএ (সম্মান) শ্রেণীতে ভর্তির অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
×