ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার সীতাকুণ্ডে মন্দিরে ভাংচুর

প্রকাশিত: ০১:৪১, ২৫ অক্টোবর ২০২১

এবার সীতাকুণ্ডে মন্দিরে ভাংচুর

জনকণ্ঠ ডেস্ক ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মন্দিরে ভাংচুর চালানো হয়েছে। শনিবার গভীর রাতে কুমিরার উত্তর মছজিদ্দা মগপুকুর দক্ষিণ পাড় মহাশ্মশান মগদ্বেশ্বরী ও শিতলা মন্দিরে এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম বলেন, মন্দিরের দান বাক্স ভেঙ্গে চুরির চেষ্টা হয়। পাশে ‘বট গাছের’ নিচে রাখা ঘট ভেঙ্গে দেয়া হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খবর বিডিনিউজের। মন্দির কমিটির সভাপতি ও পূজারী হিমাংশু বিমল নাথ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বট ও অশ্বত্থ গাছ ঘিরে জগন্নাথ, মগেদ্বশ্বরী ও শীতলা মন্দির। প্রায় ৩০ বছর আগে পাশাপাশি মন্দিরগুলো করা হয়েছে। সেখানে প্রতিবছর তিনটি করে উৎসবের আয়োজন করা হয়। তিনি বলেন, শনিবার রাতের আঁধারে দুর্বৃত্তরা মগেদ্বশ্বরী মন্দিরের গেট ভাঙ্গার চেষ্টা করে। না পেরে ইটপাটকেল নিক্ষেপ করে এবং বাঁশ দিয়ে ঘট উল্টে দেয়। পাশাপাশি শীতলা মন্দিরের ঘট ভেঙ্গে দিয়ে কাপড়গুলো ছিঁড়ে দেয়।
×