ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলের সখীপুরে অবাধে কাটা হচ্ছে পাহাড় টিলা ও বনের জমি

প্রকাশিত: ১৭:৪৭, ২৪ অক্টোবর ২০২১

টাঙ্গাইলের সখীপুরে অবাধে কাটা হচ্ছে পাহাড় টিলা ও বনের জমি

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের সখীপুরে অবাধে চলছে লাল মাটির পাহাড় ও টিলা কাটার মহোৎসব। প্রাকৃতিক সৌন্দর্যের এসব পাহাড় ও টিলা কেটে মাটি বিক্রি করা হচ্ছে ইটভাটায়। ফলে জলবায়ু ও প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে। এক সময় সখীপুর পাহাড়ি অঞ্চলে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী বসবাস করতো। কালক্রমে জনসংখ্যার আধিক্য বনাঞ্চল নিধন, পাহাড় টিলা কেটে বাড়ি ঘর, ফ্যাক্টরী তৈরীর ফলে বন্যপ্রানির মধ্যে কিছু বানর চোখে দেখা যায়- এরাও খাদ্যাভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে এ ধরিত্রীতে জনমানব বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। এ অঞ্চলের ঐতিহ্যবাহি শাল-গজারি কপিচ বাগান নিধন করে পাহাড়ের লাল মাটি কেটে ভরাট করা হচ্ছে পুকুর ও নিচু জমি। বিভিন্ন ফসল ও সবজি আবাদের নাম করে কিংবা বাড়িঘর নির্মাণের কথা বলে উঁচু টিলা কেটে সমতলভূমিতে পরিণত করা হচ্ছে। সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের নাকশালা গ্রামের উজ্জল মিয়া ইতোমধ্যে টিলার বিশাল আকৃতির দুটি গাছ ও মাটি কেটে বিক্রি করে দিয়েছেন। তাদের মাধ্যমে প্রতি বছর চলে পাহাড়ি টিলা কাটার ধুম। একইভাবে এ বছরও লাল মাটির সুউচ্চ টিলা কেটে মাটি বিক্রি করে অনেকটাই সমতল ভূমিতে পরিণত করা হয়েছে। সরেজমিন দেখা যায়, উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের নাকশালা বাজারের ২০০ গজ পূর্বে বিশাল আকৃতির একটি টিলা কেটে মাটি বিক্রি করার দৃশ্য। স্থানীয়রা অভিযোগ করেছেন, ইতোমধ্যে টিলা কেটে কমপক্ষে ২০ লাখ টাকার মাটি বিক্রি করা হয়েছে। যাদবপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ছোট-বড় লাল মাটির অনেক পাহাড়-টিলাসহ বন বিভাগের জমির মাটি কেটে বিক্রি করছেন বলে এলাকাবাসী জানান। বন বিভাগের সংরক্ষিত জমিতে এক্সকেভেটর (ভেকু) দিয়ে পাহাড় কাটার মহোৎসব চললেও এ ব্যাপারে বন বিভাগ কিংবা স্থানীয় প্রশাসনের কোনো মাথাব্যথা নেই। উপজেলার কীর্ত্তনখোলা, দাড়িয়াপুর, কৈয়ামধু, দেওবাড়ি, গজারিয়া, পাথার, প্রতিমাবংকী গ্রামে গিয়েও দেখা যায়, বন বিভাগের উচু জমি কেটে পুকুর তৈরি ও পাহাড় কাটার দৃশ্য। উপজেলার প্রতিমাবংকী এলাকায় প্রায় ৪০ শতাংশ বনের জমিতে সৃজিত শাল-গজারি বাগান কেটে প্রায় ৪০ শতাংশ জমি ভেকু দিয়ে গর্ত করে পুকুর তৈরি ও মাটি বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ওই এলাকার প্রভাবশালী একজন অর্থের বিনিময়ে প্রতিমাবংকী মৌজায় বনের উচু জমি থেকে প্রথমে গাছ কেটে পরিস্কার করে। পরে মাটি কেটে নিয়ে বিক্রি করে দিচ্ছে বলেও একাধিক গ্রামবাসী অভিযোগ করেন। কতিপয় ভেকু ও মাটি ব্যবসায়ীরা বনের পাহাড়ী উঁচু জমির মাটি ভেকু দিয়ে কেটে নিচু করেছেন। এ বিষয়ে বন বিভাগের গজারিয়া (কৈয়ামধু) বিট কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ভেকু দিয়ে বনের জমি থেকে মাটি কাটার খবর পেয়ে ওই মাটি কাটার কাজ বন্ধ করে দিয়েছি। তবে দীর্ঘদিন মাটি কাটার পর কাজ বন্ধ করার বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি ওই বিট কর্মকর্তা। বন বিভাগের বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তা বলেন, পাহাড় বা টিলা রক্ষা করার দায়িত্ব ইউএনওর। আর বন রক্ষা করার দায়িত্ব আমাদের। ওই জায়গাটি বন বিভাগের কিনা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, পাহাড় যদি কোনো ব্যক্তির হয় তাহলেও কাটতে পারবেন না। এ রকম যদি কেউ কেটে থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
×