ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভুয়া ডাক্তার গ্রেফতার

প্রকাশিত: ০০:৩৪, ২২ অক্টোবর ২০২১

ভুয়া ডাক্তার গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি হাসপাতাল থেকে তানবির আহমেদ সরকার (৩৬) নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার বিকেলে র‌্যাব-১১’র মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। মঙ্গলবার রাতে সানারপাড় এলাকায় অবস্থিত ‘হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ভুয়া ডাক্তার কুমিল্লার দেবিদ্বারের শিবনগর এলাকার আব্দুল মতিন সরকারের ছেলে। র‌্যাব জানায়, তানবির আহমেদ সরকার দীর্ঘদিন ধরে নিজেকে সনোলজিস্ট হিসেবে পরিচয় দিয়ে হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগীদের বিভিন্ন ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা ও প্রেসক্রিপশন দিয়ে আসছিল। তবে তার কাছে নিবন্ধিত চিকিৎসক হিসেবে তার ডাক্তারি সনদ ও বিএমডিসির রেজিস্ট্রেশন নম্বর দেখতে চাইলে সে কোন সনদ কিংবা রেজিস্ট্রেশন নম্বর দেখাতে পারেনি বলে জানিয়েছে র‌্যাব।
×