ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় যে ঘটনা ঘটেছে এটা ন্যাক্কারজনক ॥ প্রধান নির্বাচন কমিশনার

প্রকাশিত: ১৬:২৭, ২১ অক্টোবর ২০২১

মাগুরায় যে ঘটনা ঘটেছে এটা ন্যাক্কারজনক ॥ প্রধান নির্বাচন কমিশনার

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামুলক প্রতিযোগীতামূলক হবে এবং হচ্ছে কিন্তু মাগুরায় যে ঘটনা ঘটেছে এটা ন্যাক্কারজনক ঘটনা। এটা অপ্রতাশিত ঘটনা অনাকাঙ্খিত ঘটনা । এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। যারা এলাকায় থাকেন তাদের দ্বায়িত্ব সবথেকে বড় । একটা পরিবারের সদস্য এভাবে মৃত্যুবরণ করবে, অস্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করবে এটা হতে পারেনা । এই ধরনের ঘটনা কখনই ঘটা উচিত নয়। স্থানীয় নেতৃবৃন্দ , সামাজিক নেতৃবৃন্দ , রাজনৈতিক নেতৃবৃন্দ এব্যাপারে ভুমিকা রাখবেন। প্রশাসনিক পদক্ষেপ নিয়ে সবকিছু হয়না । যারা এলাকায় থাকেন তাদের দ্বায়িত্ব সবথেকে বড় । এলাকায় সভা করে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামুলক, প্রতিযোগীতামূলক হবে কিস্তু কখও হিংসার রুপ না নেয় এটা প্রচার করা জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন খুলানার পুলিশের অতিরিক্ত ডিআইজি নাহিদুল ইসলাম, অতিরিক্তি বিভাগীয় কমিশনার আব্দুর রশিদ, আঞ্চলিক নির্বাচন কমিশনার ইউনুস আলী , মাগুরার পুলিশ সুপার জহিরুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। সভায় মাগুরা জেলায় কর্মরত সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা গন ও জেলায় কর্মরত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা গন উপস্থিত ছিলেন ।
×