ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাগুরার সহিংসতায় ৪জন নিহতের ঘটনায় ৬৮ জনকে আসামী করে মামলা

প্রকাশিত: ১৮:১৭, ১৮ অক্টোবর ২০২১

মাগুরার সহিংসতায় ৪জন নিহতের ঘটনায় ৬৮ জনকে আসামী করে মামলা

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৪ জন নিহত ২০ জন আহত হবার ঘটনায় ৬৮জনকে আসামী করে একপক্ষ সদর থানায় আজ সোমবার দুপুরে একটি হত্যা মামলা দায়ের করেছে । নিহত সবুর মোল্লা , কবির মোল্লার ভাই আনোয়ার হোসেন মোল্লা বাদী হয়ে ৩ জনকে হত্যার অভিযোগে ৬৮জনকে আসামী করে এই মামলা দায়ের করেছেন । মামলায় প্রধান আসামী করা হয়েছে জগদল ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলামকে । এছাড়া আরও অঞ্জাত আসামী করা ১০ থেকে ১৫জনকে । অন্যদিকে অপর গ্রুপের ইমরান হোসেন নিহতের ঘটনায় আজই নিহতের মা ফরিদা খাতুন থানায় হত্যা মামলা দায়ের করবেন বলে পলিশ জানিয়েছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জরুর আলম জানান, নিহত সবুর মোল্লা , কবির মোল্লার ভাই আনোয়ার গোসেন মোল্লা বাদী হয়ে ৩জনকে হত্যার অভিযোগে ৬৮জনকে আসামী করে এই মামলা দায়ের করেছেন । মামলায় প্রধান আসামী করা হয়েছে জগদল ইউপির মেম্বার নজরুল ইসলামকে । এছাড়া আরও অঞ্জাত আসামী করা ১০ থেকে ১৫জনকে । অন্যদিকে অপর গ্রুপের ইমরান হোসেন নিহতের ঘটনায় আজই নিহতের মা ফরিদা খাতুন থানায় হত্যা মামলা দায়ের করবেন । মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, ১১ নবেম্বর ২০২১ অনুষ্ঠিতব্য মাগুরা সদরের জগদল ইউনিয়নের নির্বাচনে ৩ নং ওয়ার্ডে বর্তমান মেম্বর নজরুল ইসলাম প্রার্থী হয়েছেন। সামাজিক দলাদলি সুত্রে নজরুল ইসলামের বিপক্ষে স্থানীয় অপর সামাজিক দলের নেতা সবুর মোল্লা তার সমর্থক সৈয়দ হাসানকে প্রার্থী করেন। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে শুক্রবার বিকালে জগদল মাঝিপাড়া এলাকায় সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষ প্রতিপক্ষের উপর ধারোলো অস্ত্র লাঠিশোঠা নিয়ে হামলা পাল্টা হামলা চালালে ৪ জন নিহত ও ২০ জন আহত হয়। নিহতরা হচ্ছেন কবির মোল্লা (৫৩) , ইমরান হোসেন (২৬), রহমান মোল্লা (৫২), সবুর মোল্লা (৫১)।
×