ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

রাস্তার পাশে বসা অবস্থায় মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রকাশিত: ২১:২০, ১৬ অক্টোবর ২০২১

রাস্তার পাশে বসা অবস্থায় মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ গরমে রাস্তার পাশে বসে থাকায় মোটরসাইকেলের ধাক্কায় আতোযার হোসেন (২২) নামের যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা ছিটমহলের পাকা সড়কে এই মর্মাতিক দূর্ঘটনা ঘটে শনিবার ভোর রাতে চিকিৎসাধিন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। হতভাগ্য যুবক দহগ্রাম গুচ্ছা গ্রামের বাসিন্ধা মোঃ মকবুল হোসেনের পুত্র। মোটরসাইকেল আরোহী দ্রুতবেগে এসে গায়ে আঘাত করলে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পাটগ্রাম থানার ওসি ফারুক হোসেন জানান, এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। পরিবারের পক্ষে কেউ কোন অভিযোগ করেনি। মোটরসাইকেল ও মোটরসাইকেল চালকের কোন খোঁজ এখনো পাওয়া যায়নি।
×