
ছবি: জনকণ্ঠ
মেয়াদ উর্ত্তীন কেনা ওষুধ ফেরত না নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দোকানী পক্ষ এবং ক্রেতা পক্ষের মধ্যে মারামারির ঘটনায় ফার্মেসী ভাংচুর ও ৪ জন আহত হয়েছেন। এই মারামারির ঘটনাটি একটি পক্ষ বিএনপির হামলা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন মারামারি করা দু'পক্ষই। ঘটনাটি ঘটেছে টঙ্গী মুদাফা সিটি গেট এলাকার সামনে।
আহতদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী জুয়েল রানা ও তার ভাই সুজন। আহত জুয়েল রানাকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করিয়েছে।
উভয় পক্ষই টঙ্গী পশ্চিম থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জানান, ভুল বোঝাবুঝি জেরে হাতাহাতি ও মারামারি হয়েছে, আমরা উভয় পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছি।
শহীদ