ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মাগুরার জগদলে ইউপি নির্বাচনী সহিংসতায় ৪জন নিহতের ঘটনায় গ্রেফতার ৪

প্রকাশিত: ১১:৪৬, ১৬ অক্টোবর ২০২১

মাগুরার জগদলে ইউপি নির্বাচনী সহিংসতায় ৪জন নিহতের ঘটনায় গ্রেফতার ৪

নিজস্ব সংবাদদাতা মাগুরা ॥ শুক্রবার সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৪ জন নিহত ২০ জন আহত হবার ঘটনায় পুলিশ রাতে ৪জনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় মামলা দায়েরর পক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশ টহল চলছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় মাগুরা সদর থানার অফিসার্স ইন চার্জ ( ওসি) মঞ্জুরুল আলম জানান, পুলিশ রাতে ৪জনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরর পক্রিয়া চলছে । এলাকায় পুলিশ টহল চলছে। তবে আহত কেউ মারাযাযনি মরার কেউ গুজব ছড়িয়েছে। এটা ঠিক নয় আহত কেউ মারা যায়নি । উল্লেখ্য , শুক্রবার সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৪ জন নিহত ২০ জন আহত হয়। নিহতরা হচ্ছেন কবির মোল্লা (৫৩) , ইমরান হোসেন (২৬), রহমান মোল্লা (৫২), সবুর মোল্লা (৫১)। এদের মধ্যে সবুর মোল্লাকে জবাই করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহত সবুর মোল্লা ও কবির মোল্লা আপন দুই ভাই । আহতদের মধ্যে ৮জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১১ নভেম্বর ২০২১ অনুষ্ঠিতব্য মাগুরা সদরের জগদল ইউনিয়নের নির্বাচনে ৩ নং ওয়ার্ডে বর্তমান মেম্বর জগদলের ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম প্রার্থী হয়েছেন। সামাজিক দলাদলি সুত্রে নজরুল ইসলামের বিপক্ষে স্থানীয় অপর সামাজিক দলের নেতা সবুর মোল্লা তার সমর্থক সৈয়দ হাসানকে প্রার্থী করেন। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে শুক্রবার সন্ধ্যায় জগদল মাঝিপাড়া এলাকায় সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষ প্রতিপক্ষের উপর ধারোলো অস্ত্র লাঠিশোঠা নিয়ে হামলা পাল্টা হামলা চালালে ওই ৪ জন নিহত ও ২০ জন আহত হয়।
×