ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শরীয়তপুরে গোসাইরহাটের অবহেলিত চরাঞ্চলে ২৪ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন

প্রকাশিত: ১১:২৯, ১৬ অক্টোবর ২০২১

শরীয়তপুরে গোসাইরহাটের অবহেলিত চরাঞ্চলে ২৪ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর ॥ শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মেঘনা নদী ঘেঁষা চরজালালপুর, গরীবেরচর ও কুচাইপট্রিসহ অবহেলিত চরাঞ্চলে বৃহস্পতিবার থেকে আজ শনিবার পযর্ন্ত, গত ৩ দিনে ২৪টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। উপজেলার বালুচরে পল্লী বিদ্যুতের সাব-স্টেশন, গোসাইরহাট ইউনিয়নের কাশিখন্ড ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন, ঠান্ডারবাজার রাস্তা, গোসাইরহাট-মোল্লারহাটের সিসি সড়কের ফলক, ৫৬ নং দক্ষিণ কোদালপুর নতুন বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, সৈয়দ নাসির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাসিমা ইসলাম কমিনিউটি ক্লিনিক, সাইকুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ত্রাণের ব্রীজ, ৮৫ নং পেদাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, গরীবেরচর মহীউছসুন্নাহ দাখিল মাদ্রাসার নতুন ভবন, ৮০ নং গরীবেরচর সরদারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৭৯ নং উত্তর চরজালালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৭৮ নং বেপারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩৮ নং উত্তর কোদালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৫১ নং গরীবেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়, গরীবেরচর মাধ্যমিক বিদ্যালয়ে আব্দুর রাজ্জাক একাডেমিক ভবন, কুচাইপট্রি জাতীয় বীর আলহাজ্ব আব্দুর রাজ্জাক সড়ক, ভীমখিল আবুল বাসার মুন্সী সরকারী প্রাথমিক বিদ্যালয়, কোলচুরি পাতারচর রোকেয়া সাহাবুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোলচুরি পাতারচর মাদ্রাসা সংলগ্ন ব্রীজ, পাঁচকাঠি ইউনুচ মোল্লার বাড়ি সংলগ্ন ব্রীজ, পাঁচকাঠি হাঁটুরিয়া সড়কে নুরুল হক গাজীর বাড়ি সংলগ্ন ব্রীজ, পূর্ব বৈখোলা বেপারী বাড়ি সংলগ্ন ব্রীজের শুভ উদ্বোধন করেছেন নাহিম রাজ্জাক এমপি। বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কর্মকান্ডে ৫০ বছরের অবহেলিত এসব চরাঞ্চলে যেন শহরের ছোঁয়া লেগেছে। ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ডের ফলে পাল্টে গেছে চরাঞ্চলের অন্ধকারের কালো ছায়া। যুগের পর যুগ অন্ধকারে থাকা এসব চরাঞ্চলগুলোতে শিক্ষার ব্যাপক প্রসার ঘটছে। রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট নির্মাণসহ শিক্ষা প্রতিষ্ঠানের অত্যাধুনিক ৪/৫ তলা নতুন নতুন ভবন পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা বিরাজ করছে। শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে যে উন্নয়নের মহাকর্মযজ্ঞ চলছে তারই ধারাবাহিকতায় ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাটে নানা উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত আছে। বিশেষ করে অবহেলিত চরাঞ্চলে এখন শহরের ছোঁয়া লেগেছে। চরাঞ্চলে শতভাগ বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কোদালপুরের বালুচরে পল্লী বিদ্যুতের সাব-স্টেশন উদ্বোধন করা হয়েছে। বর্তমান সরকারের এসব উন্নয়নমূলক কর্মকান্ডে অবহেলিত চরাঞ্চলবাসীর জীবন যাত্রার মান উন্নত হয়েছে।
×