ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত শতাধিক

প্রকাশিত: ০০:১৪, ১৫ অক্টোবর ২০২১

সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত শতাধিক

সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে শতাধিক মানুষ নিহত হয়েছে। বুধবার সৌদি জোট বলছে, ইয়েমেনের মারিবের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালানো হয়। হামলায় আবদিয়া অঞ্চলে ১০৮ জনের বেশি হুতি বিদ্রোহীর প্রাণহানি ঘটেছে। ২৪ ঘণ্টায় ১৯টি অভিযান পরিচালনা করা হয়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, টানা তৃতীয় দিনের মতো ইয়েমেনে হামলা চলছে। এর আগে সোমবার ১৫৬ জন ও মঙ্গলবার ১৩৪ জনের বেশি বিদ্রোহী নিহত হয়েছেন। চলতি সপ্তাহে প্রায় ৪০০ বিদ্রোহী নিহত হয়েছেন ও হুতিদের ১২টি সামরিক যান ধ্বংস হয়েছে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের কয়েক বছরের টানা আগ্রাসনে দেশটির অবকাঠামো অনেকটাই ভেঙ্গে পড়েছে। এছাড়া দেশটির বিরুদ্ধে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে রাখা হয়েছে। সাত বছরের যুদ্ধে ইয়েমেনে বিপর্যয় নেমে এসেছে। ২০১৪ সালে মারিবের ১২০ কিলোমিটার পশ্চিমে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয় হুতিরা।
×