ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফুটবলার লুকাসের ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত: ২৩:৫২, ১৫ অক্টোবর ২০২১

ফুটবলার লুকাসের ৬ মাসের কারাদণ্ড

স্পোর্টস রিপোর্টার ॥ আইন অমান্য করায় ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে লুকাস হার্নান্দেজকে। ২০১৭ সালে দেয়া আদালতের আদেশ অমান্য করাতেই বেয়ার্ন মিউনিখের এই ফরাসী তারকাকে এমন শাস্তি দিয়েছেন স্পেনের আদালত। ঘটনা ২০১৭ সালের ফেব্রæয়ারির। স্প্যানিশ ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড় থাকার সময়ে বান্ধবী আমেলিয়া ইয়োরেন্তের সঙ্গে বিবাদ ও হাতাহাতিতে জড়ান লুকাস। সেই সময়ে হার্নান্দেজের আঘাতে আহত হয়ে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল আমেলিয়াকে। তারই শাস্তিস্বরূপ লুকাসকে ৩১ দিনের জনসেবামূলক কাজের সাজা দেয়া হয় এবং আমেলিয়ার ৫০০ মিটারের মধ্যে না যাওয়ার আদেশও দিয়েছিলেন আদালত। কিন্তু আদালতের আদেশ অমান্য করে সেই সময়ই আমেলিয়াকে বিয়ে করেন লুকাস। এজন্য সে বছর গ্রেফতারও করা হয়েছিল এই ফরাসী ডিফেন্ডারকে। দেয়া হয় ছয় মাসের স্থগিত কারাদ । তখনও আপীল করে হেরে যান লুকাস ফার্নান্দেজ। এবার অবশ্য ১০ দিনের মধ্যেই জেল পছন্দ করার সুযোগ দেয়া হয়েছে ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য লুকাস হার্নান্দেজকে। ২৫ বছর বয়সী এই ফুটবলারকে আগামী ১৯ অক্টোবর অবশ্যই মাদ্রিদের আদালতে হাজির হতে হবে।
×