ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশে মুক্তিযুদ্ধের মূল্যবোধ সকল ধর্মের মানুষের মধ্যে টিকে আছে : ভারতীয় হাইকমিশনার

প্রকাশিত: ২২:০২, ১৪ অক্টোবর ২০২১

বাংলাদেশে মুক্তিযুদ্ধের মূল্যবোধ সকল ধর্মের মানুষের মধ্যে টিকে আছে : ভারতীয় হাইকমিশনার

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, টাঙ্গাইল ॥ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন ভারত ও বাংলাদেশ একটি বিশেষ বন্ধনে আবদ্ধ। যার শুরু হয়েছিল ১৯৭১ সালে যুদ্ধের ময়দানে। যেখানে ভারতীয় সৈনিকরা বাংলাদেশের সৈনিকের সাথে একসাথে লড়েছিল। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের মানুষকে চিকিৎসা সেবা দেয়ার জন্য কুমুদিনী হাসপাতালে এ্যাম্বুলেন্স ও চিকিৎসা যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, আমি নিশ্চিত ভারত বাসীর পক্ষ থেকে দেয়া এই উপহার কুমুদিনী হাসপাতাল বাংলাদেশের মানুষকে চিকিৎসা সেবা দিয়ে মহত্বের কাজ করবে। হাইকমিশনার দোরাইস্বামী বলেন, দুর্গাপূজার এই লুভলগ্নে দুর্গাকে ভক্তি ও সম্মান জানাতে চাই। দুর্গা আলো ও জ্ঞানের প্রতীক। যা অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তিকে জয় করে। ভারতেশ্বরী হোমস মাঠে আয়োজিত এ্যাম্বুলেন্স ও চিকিৎসা যন্ত্রাপতি প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা ও কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়। পরে হাইকমিশনার এ্যাম্বুলেন্সের চাবি ও চিকিৎসা যন্ত্রপাতি রাজীব প্রসাদ সাহা ডা. প্রদীপ কুমার রায় এবং কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল রিনা ক্রুসের কাছে হস্তান্তর করেন। এসময় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সহধর্মীনী সঙ্গীতা দোরাইস্বামী উপস্থিত ছিলেন। হাইকমিশনার এসময় উপস্থিত কুমুদিনী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ভারতেশ্বরী হোমসের মেয়েদের সাথে কুশল বিনিময় করেন। হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধ সকল ধর্মের মানুষের মধ্যে টিকে আছে। এটিই হলো সত্যিকারের বাংলাদেশ। যার জন্য বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। হাইকমিশনার সন্ধ্যায় রঙিন বজরা যোগে লৌহজং নদী পার হয়ে দানবীর রণদা সাহার দুর্গা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি সস্ত্রীক মন্ডপে কিছুক্ষণ দাঁড়িয়ে প্রার্থনা করেন। পরে তিনি ভারতেশ্বরী হোমসের মেয়েদের পরিবেশিত মনোজ্ঞ আরতী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। বিকেল সাড়ে ৪টার দিকে ভারতীয় হাইকমিশনার কুমুদিনী ক্যাম্পাসে পৌঁছলে কুমুদিনী হাসপাতালের নার্সরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় রাজীব প্রসাদ সাহা ছাড়াও মির্জাপুরের ইউএনও মো. হাফিজুর রহমান টাঙ্গাইলের এডিশনাল পুলিশ সুপার শরফুউদ্দিন সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস এম মনসুর মুসা মির্জাপুর থানার ওসি রিজাউল হক দিপু উপস্থিত ছিলেন।
×