ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে সফল শত সংগ্রামী নারীকে সম্মাননা প্রদান

প্রকাশিত: ১৫:৩২, ১৪ অক্টোবর ২০২১

সিরাজগঞ্জে সফল শত সংগ্রামী নারীকে সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ শুদ্ধ সংস্কৃতিচর্চা আমাদের লক্ষ্য এই শ্লোগান কে সামনে রেখে সফল শত সংগ্রামী নারী সম্মাননা অনুষ্ঠানে চিকিৎসা ক্ষেত্রে সফলতার জন্য সংবর্ধিত নারী ডাঃ ফরিদা খাতুন তাঁর অনুভুতি জানিয়ে বলেছেন- প্রায় তিন যুগ ধরে সিরাজগঞ্জের মা ও শিশু স্বাস্থ্যের সেবা করছি। জীবনের প্রায় শেষ প্রান্তে এসে কাজের মুল্যায়ন এবং এই সম্মাননা সত্যিই প্রশংসার এবং আমি অভিভুত। প্রশংসনীয় এমন উদ্যোগ নারী অগ্রযাত্রাকে আরো একধাপ এগিয়ে নিয়ে গেছে। সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের এই প্রথম এধরণের উদ্যোগকে তিনি স্বাগত করেছেন। অনুষ্ঠানে নারী বীর মুক্তিযোদ্ধা. ক্রীড়া সংগঠক, নাটক, কবিতা আবৃত্তি, চিকিৎসক,সমাজ কর্ম ও নৃত্য কলায় সফল শত সংগ্রামী নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরাম এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সভাপতি ড.জান্নাত আরা তালুকদার হেনরী তার জন্মদিনে ব্যক্তিগত উদ্যোগে সফল শত সংগ্রামী নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন। বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শহীদ এম, মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সভাপতি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সফল নারী উদ্যোক্তা ড. জান্নাত আরা তালুকদার হেনরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত শত সংগ্রামী নারী সম্মাননা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কে. এম হোসেন আলী হাসান, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব আবু ইউসুফ সূর্য, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ -সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)নূর আলম সিদ্দিকী বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন প্রেসিডিয়াম সদস্য মমিন বাবু, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশন এর সভাপতি হাফিজুর সামাদ সহ সিরাজগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্যাঙ্গনের সভাপতি, সাধারণ সম্পাদক ও কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন- দেশে নারীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অবস্থান করে সমাজ কে উন্নত ও সমৃদ্ধি বিকশিত করার ক্ষেত্রে ভূমিকা রাখছেন। এটি নারী অগ্রয়াত্রার ক্ষেত্রে দেশ আরো এগিয়ে যাচ্ছে।
×