ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোলাবর্ষণ মহড়া

প্রকাশিত: ২৩:৪৭, ১৪ অক্টোবর ২০২১

গোলাবর্ষণ মহড়া

চট্টগ্রামের কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন প্রকার জঙ্গী বিমানের মাধ্যমে আকাশ হতে আকাশে তাজা গোলা ও মিসাইল বর্ষণ মহড়া গত ৪ অক্টোবর শুরু হয়েছে। মহড়াটি আগামী ২৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। ২২ দিনব্যাপী এ মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনী বিভিন্ন জঙ্গী বিমানের মাধ্যমে আকাশ হতে আকাশে তাজা গোলা ও মিসাইল বর্ষণের পাশাপাশি আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল অনুশীলন করা হচ্ছে। বাংলাদেশ বিমানবাহিনীর বৈমানিকগণসহ বিভিন্ন পদবির সদস্যগণ এ মহড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। Ñআইএসপিআর জবিতে টিকা কেন্দ্র হচ্ছে জবি রিপোর্টার ॥ আগামী দুই-তিনদিনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্থাপিত হচ্ছে করোনা টিকা ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বুথ। বুধবার জবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক জনকণ্ঠকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী দুই-তিনদিনের মধ্যে শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে টিকা এবং জাতীয় পরিচয়পত্রের কেন্দ্র স্থাপন করা হবে। এ নিয়ে শিক্ষার্থীদের অস্থির না হওয়ার পরামর্শ দেন তিনি। এর আগে সবাইকে টিকার আওতায় আনতে শিক্ষার্থীদের কাছ থেকে এ বিষয়ে সর্বশেষ তথ্য চেয়ে নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
×