ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপির সঙ্গে আলোচনায় বসার সুযোগ নেই ॥ কাদের

প্রকাশিত: ২৩:২৭, ৭ অক্টোবর ২০২১

বিএনপির সঙ্গে আলোচনায় বসার সুযোগ নেই ॥ কাদের

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসতে চায়। কিন্তু আলোচনার সুযোগ নেই, কারণ নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সব কিছুই নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে। তিনি বলেন, পদ্মা সেতুর পিচ ঢালাই নবেম্বরে শুরু হবে। আগামীবছরেই পদ্মা সেতুসহ বড় চার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন ভোট চাইবে কোন মুখে, বিএনপি চোখে অন্ধকার দেখবে। তিনি বুধবার দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে সশরীরে উপস্থিত হয়ে বিশেষ অতিথির ভাষণ দেন দলের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হাফিজ আল-আসাদ সম্মেলনের প্রধান অধিবেশন সঞ্চালনা করেন। কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেন, ১৯৭৫ সালে নির্মম ও নিষ্ঠুরভাবে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান সামরিক শাসন জারি করে দেশ শাসন করেছে। ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর হাজার হাজার সদস্যকে হত্যা করেছে। এছাড়া ৭১ সালে পাকিস্তানী বাহিনী ও তাদের দোসররা যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতন ও ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল, ক্ষমতায় থাকাকালে বিএনপি সে রকমভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতন করেছে ও ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। ক্ষমতায় থাকাকালে বিএনপি দেশের মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর যে নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়েছিল তা আরব্য রজনীর গল্পের মতো ১ হাজার ১ রাতেও বর্ণনা করে শেষ করা যাবে না।
×