ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ থেকে জনশক্তি নিতে রাশিয়াকে অনুরোধ

প্রকাশিত: ০১:৩২, ২৩ সেপ্টেম্বর ২০২১

বাংলাদেশ থেকে জনশক্তি নিতে রাশিয়াকে অনুরোধ

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে রাশিয়াকে অনুরোধ জানিয়েছেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান। রাশিয়ার প্রিমস্কি অঞ্চলের গবর্নর ওলেগ কোঝেমিয়াকোর সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ করেন। বুধবার মস্কোর বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। খবর বাংলানিউজের। রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভøাদিভস্তক সফর করেন। সফরকালে তিনি প্রিমস্কি অঞ্চলের গবর্নর ওলেগ কোঝেমিয়াকোর সঙ্গে সাক্ষাত করে উভয় দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ-সংশ্লিষ্ট নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেন। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ আলোচনায় রাষ্ট্রদূত কামরুল আহসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত দেড় দশকে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন সংঘটিত হয়েছে সে সম্পর্কে গবর্নরকে অবহিত করেন। তিনি রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুতকেন্দ্র প্রকল্পের কথা উল্লেখ করে ভবিষ্যতে দুদেশের মধ্যেকার চলমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধিকল্পে নতুন নতুন বিভিন্ন সহযোগিতার ক্ষেত্র উন্মোচনের ওপর গুরুত্বারোপ করেন।
×