ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অস্বাস্থ্যকর খাদ্যে বেকারী ও রাসায়নিক দ্রব্য ব্যবহারে জুস ফ্যাক্টরীকে জরিমানা

প্রকাশিত: ২১:১৩, ২২ সেপ্টেম্বর ২০২১

অস্বাস্থ্যকর খাদ্যে বেকারী ও রাসায়নিক দ্রব্য ব্যবহারে জুস ফ্যাক্টরীকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা,হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে বেকারী ও জুস তৈরির ফ্যাক্টরীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। বুধবার (২২সেপ্টেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম এ কোর্ট পরিচালনা করেন। এ সময় বিএসটিআই লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি, ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করায় শায়েস্তাগঞ্জ পুরানবাজারে রিনা জুস ফ্যাক্টরীকে ২৫ হাজার ও ড্রাইভারবাজারের মায়ের দোয়া বেকারীকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মানবদেহের জন্য ক্ষতিকর রংমিশ্রিত জুস ও খাদ্য সামগ্রী তৈরির জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয়েছে। সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম বলেন- বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং (বিএসটিআই) আইন, ২০১৮ এর ২৭ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১-৫২ ধারা অনুযায়ী ওই পরিমাণ জরিমানা আদায় করা হয়। কোর্ট পরিচালনাকালে বিএসটিআই সিলেটের পরিদর্শক মোঃ পারভেজ মিয়া উপস্থিত ছিলেন। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে র‌্যাব-৯ এর সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল।
×