ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খেলোয়াড় ফিরে পেতে আইনের আশ্রয় নেবে মেরিনার্স

প্রকাশিত: ২৩:৪৮, ২২ সেপ্টেম্বর ২০২১

খেলোয়াড় ফিরে পেতে আইনের আশ্রয় নেবে মেরিনার্স

স্পোর্টস রিপোর্টার ॥ সারোয়ার মোর্শেদ শাওনকে নিয়ে এমনিতেই মোহামেডান ও মেরিনার্সের মধ্যে মহাঝামেলা চলছে। হামলা-মামলাও হয়েছে। তাই মঙ্গলবার দুপুর থেকেই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ছিল পুলিশ প্রহরা। বিকেল ৪টায় বাদ্যযন্ত্রের তালে তালে ভেপু বাজিয়ে শ’দুয়েক সমর্থকদের নিয়ে দুটো ঘোড়ার গাড়িতে চড়ে হকিতে দলবদল করতে আসে মেরিনার ইয়াংস ক্লাব। ১৬ খেলোয়াড়কে দলবদল করিয়েই জানান দিল শিরোপা পুনরুদ্ধারের জন্যই এবার প্রিমিয়ার লীগে দল গড়েছে তারা। জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুর রহমান চয়ন বলেন, ‘শিরোপা পুনরুদ্ধারের জন্যই এবার দল গড়েছে মেরিনার্স ক্লাব। আমরা ক্লাবকে আবার চ্যাম্পিয়ন করাতে চাই।’ ২০১৬ সালে প্রথম এবং শেষবার প্রিমিয়ার হকি লীগে শিরোপা জিতেছিল মেরিনার্স। ২০১৮ সালে অনুষ্ঠিত লীগের ফাইনালে দ্ব›েদ্ব জড়িয়ে পড়েন মোহামেডান ও মেরিনার্সের খেলোয়াড় এবং কর্মকর্তারা। এ নিয়ে অনেক দেন-দরবার হয়েছে। পরে হকি ফেডারেশনের সভায় মোহামেডানকে চ্যাম্পিয়ন ও মেরিনার্সকে তৃতীয় স্থানের অধিকারী হিসেবে ঘোষণা দেয়া হয়। মূলত তখন থেকেই মোহামেডানের সঙ্গে ঝামেলা শুরু মেরিনার্সের। সর্বশেষ পাঁচদিন আগে ডিফেন্ডার সারোয়ার মোর্শেদ শাওনকে নিয়ে জল কম ঘোলা হয়নি। ক্লাবে গিয়ে মেরিনার্সের সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ ছিল মোহামেডানের কর্মকর্তাদের। এ নিয়ে তারা মামলাও করে মেরিনার্সের তিন কর্মকর্তা ও এক সমর্থকদের বিরুদ্ধে। তাই একটু বেশিই সতর্কতা থেকে পুলিশী প্রহরার ব্যবস্থাা করেন ফেডারেশনের কর্মকর্তারা। এবারের লীগে বিদেশী ছাড়া ১৬ জনকে দলবদল করিয়েছে মেরিনার্স। এর মধ্যে জাতীয় দলের চারজন- বিপ্লব কুজুর, সোহানুর রহমান সবুজ, মিলন হোসেন ও ফজলে হোসেন রাব্বি। এছাড়া অনুর্ধ-২১ দলের রয়েছেন চারজন- পারভেজ হোসেন পাপ্পু, আশিকুর রহমান, সাইজুদ্দিন ও খলিলুর রহমান।
×