ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

কুড়িগ্রামে একজনকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ২২:২৮, ১৬ সেপ্টেম্বর ২০২১

কুড়িগ্রামে একজনকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে জানান, কুড়িগ্রামের রৌমারীতে জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে আমজাদ হোসেন নামের এক অটোচালককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালের দিকে উপজেলার সদর ইউনিয়নের নতুনবন্দর গ্রামে এ ঘটনা ঘটে। পরে নিহতের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয় ও এ ঘটনায় সম্পৃক্ত মধু মিয়া নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত আমজাদ হোসেন (৫৫) উপজেলার সদর ইউনিয়নের নতুনবন্দর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আমজাদ হোসেন নিহত হয়। ভোলায় বৃদ্ধকে নিজস্ব সংবাদদাতা, ভোলা থেকে জানান, ভোলার লালমোহনে শাহাজান মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে সুদের টাকা নিয়ে জমি দখলকে কেন্দ্রে করে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকালে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড রায়রাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ সাংবাদিকদের জানান, একটি মামলা রুজু করা হয়েছে। নিখোঁজের ৫ দিন পর শিশুর অর্ধগলিত লাশ নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা থেকে জানান, কুমিল্লার বরুড়ায় নিখোঁজের ৫ দিন পর মিনাজ আক্তার নামে সাত বছরের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে বরুড়া উপজেলা থেকে চিতড্ডা ইউনিয়নের আড্ডা গ্রামের একটি বাড়ির খালের পাড়ে ঝোঁপের মধ্যে অর্ধগলিত ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
×