ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

সাতক্ষীরায় রিংবাঁধ ভেঙ্গে ভাসছে ৫ গ্রাম

প্রকাশিত: ২২:২৫, ১৬ সেপ্টেম্বর ২০২১

সাতক্ষীরায় রিংবাঁধ ভেঙ্গে ভাসছে ৫ গ্রাম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ধুপধাপ শব্দে ভেঙ্গে পড়ছে পানিতে ডুবে থাকা বসতঘরগুলো। গত ৫ দিন ধরে জোয়ার-ভাটা খেলছে ৫ গ্রামে। লবণ পানিতে থৈ থৈ করছে পুরো এলাকা। নদীর স্্েরাতে চোখের সামনে তলিয়ে যাচ্ছে বসতভিটা। শেষ সম্বল হারিয়ে পৈত্রিক ভিটা ছেড়ে অজানার উদ্দেশে পাড়ি জমাচ্ছেন অসহায় গৃহহীন অনেক পরিবার। এ অবস্থা খোলপেটুয়া নদীর জোয়ারের চাপে বিকল্প রিংবাঁধ ভেঙ্গে প্লাবিত আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের পাঁচটি গ্রামের। গত শুক্রবার খোলপেটুয়া নদীর প্রবল জোয়ারের চাপে প্রতাপনগর গ্রামের মানিক হাওলাদারের বাড়িসংলগ্ন মসজিদের পাশের বিকল্প রিংবাঁধ ভেঙ্গে ফের প্লাবিত হয় প্রতাপনগর, তালতলা, মাদারবাড়িয়া, কুড়িকাহনিয়া ও কল্যাণপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা। প্রতিদিন দুপুরে ও রাতের জোয়ারে পানিতে ভাসছে ওই পাঁচ গ্রামের মানুষ। আর ভাটায় সবকিছু ভেঙ্গে নিয়ে যাচ্ছে নদীতে । ঘূর্ণিঝড় আম্পানের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই ইয়াসের আঘাত। আর এবার রিংবাঁধ ভাঙ্গা পানির প্লাবন। প্রতাপনগর হওলাদারবাড়ি এলাকার কালাম ঘরামী সর্বস্ব হারিয়েছেন, কোথায় যাবেন, কি করবেন কিছুই জানে না। আম্পান আর ইয়াসের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন করে রিংবাঁধ ভেঙ্গে সবকিছু তলিয়ে গেছে। তিন পুরুষ ধরে এখানে বাসবাস করলেও এখন পরিবার নিয়ে কোথায় যাবেন তিনি জানেন না। ৫ সন্তান আর পরিবার নিয়ে এখন দিশেহারা। গত শুক্রবার দুপুরের জোয়ারের সময় প্রতাপনগর মানিক হাওলাদারের বাড়ির উত্তর পাশের বিকল্প রিংবাঁধে প্রথমে সামান্য ঘোগা হয়। পরে ওই ঘোগাটি বড় আকার ধারণ করে। এ সময় খোলপেটুয়া নদীর প্রবল জোয়ারের তোড়ে প্রায় ৫০ ফুট এলাকাজুড়ে বিকল্প রিংবাঁধটি ভেঙ্ড়ে প্রতাপনগর ইউনিয়নের পাঁচ গ্রাম প্লাবিত হয়। এতে করে ইউনিয়ন পরিষদ থেকে উপজেলাগামী প্রধান সড়কের চলমান সংস্কার কাজটি স্রোতের টানে টানে ফের বিলীন হয়ে যায়। এখানকার কিছু পরিবারের ভিটামাটি চলে গেছে নদীতে। ভাঙ্গনকবলিত বিকল্প রিংবাঁধটি বুধবার নিয়ন্ত্রণে নেয়া হলেও মূল ভাঙ্গন বন্যতলা মেরামত না হওয়ায় জোয়ার-ভাটা বন্ধ করা সম্ভব হয়নি। পাঁচ গ্রামের প্রায় ৫ হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছে। গৃহহারা অনেক পরিবারকে বাপ-দাদার রেখে যাওয়া বসতভিটা ফেলে অন্যত্র চলে যাওয়ার জন্য নৌকায় মালামাল তুলতে দেখা গেছে। এ বিষয়ে প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন বুধবার সন্ধ্যায় বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রতাপনগর ইউনিয়নের বন্যাতলা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙ্গে যায়। বাঁধটি এখনো সংস্কার করা সম্ভব না হওয়ায় স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে প্রতাপনগর গ্রামের সামনে দিয়ে বিকল্প রিংবাঁধ নির্মাণ করা হয়। খোলপেটুয়া নদীর প্রবল জোয়ারের চাপে ৯ সেপ্টেম্বর জব্বার মাস্টারের বাড়ির সামনে থেকে বাঁধটি ভেঙ্গে যায়। শুক্রবার জুমার নামাজের পর প্রতাপনগর মানিক হাওলাদারের বাড়ির উত্তর পাশে মসজিদসংলগ্ন এলাকায় বিকল্প রিংবাঁধটি সামান্য ভেঙ্গে যায়। কিন্তু রাতের জোয়ারে ভাঙ্গন পয়েন্টটি আরো বুদ্ধি পেয়ে প্রায় একশত ফুট রস্তা ভেঙ্গে এলাকা প্লাবিত হয়েছে। গত ৫ দিন ধরে ৫টি গ্রামজুড়ে চলছে জোয়ার-ভাটার খেলা। এতে প্রতাপনগর তালতলা, মাদার বাড়িয়া, কুড়িকাহনিয়া, কল্যাণপুরসহ পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। এলাকার মধ্যে প্রতাপনগর পশ্চিম মাদার বাড়িয়া গ্রামের কয়েক শ’ বিঘার মৎস্যঘের তলিয়ে গেছে। তলিয়ে গেছে কয়েক শ’ পরিবারের বসতবাড়ি। বাড়িঘর ডুবে থাকায় অনেকে প্রয়োজনীয় মালামাল নিয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন।
×